ভারত স্বৈরাচারকে আশ্রয় দিলে বিরাগভাজন হবে—আমাদের করার কিছু নেই: তারেক রহমান

ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরাগভাজন হয়, তাতে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়।
সেখানে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এখন তারা (ভারত) যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেটি সম্পূর্ণ তাদের ব্যাপার। বাংলাদেশের মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখবে। আমি আমার দেশের মানুষের সাথেই থাকব।”
দিল্লির সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ। এখানে ভারত বা অন্য কোনো দেশের বিষয় নয়। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব। দেশের স্বার্থ রক্ষা করেই যা কিছু করা সম্ভব, তাই করব।”
তারেক রহমান বলেন, “আমি অবশ্যই ভারতের কাছে আমার ন্যায্য পানির হিস্যা চাইব। আমি আরেকজন ফেলানীকে সীমান্তে ঝুলতে দেখতে চাই না—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই দুটি উদাহরণই বিএনপির অবস্থান স্পষ্ট করে। আমরা আমাদের অধিকার, দেশের অধিকার, মানুষের ন্যায্য প্রাপ্যটাই চাই।”
বিএনপি যদি সরকার গঠন করে, তবে কূটনীতিতে তাদের নীতি কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির কূটনৈতিক নীতি একটাই—সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব—এসব রক্ষা করেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫