|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:১৮ অপরাহ্ণ

গত ১৫ বছর ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে: আইজিপি


গত ১৫ বছর ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে: আইজিপি


ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছর ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এমন কোনো অন্যায় কাজ নেই, যা পুলিশকে দিয়ে করানো হয়নি, যা পুলিশ প্রশাসনের জন্য দুঃখজনক ও লজ্জার।

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 

আইজিপি জানান, পুলিশ সংস্কারে কাজ করছে একটি কমিশন, যেখানে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রসহ সংশ্লিষ্টরা রয়েছেন। এই কমিশন সরকারের কাছে সংস্কারের সুপারিশ করবে।
 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশব্যাপী ভুয়া মামলা হচ্ছে, যেখানে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়।
 

আইজিপি আরও জানান, সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখনো দুই হাজার অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। এই অস্ত্র উদ্ধার করতে সবার সহযোগিতা প্রয়োজন।
 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম। এছাড়াও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫