তথ্য সংগ্রহ শেষ, বুধবার থেকে ছবি তোলার কার্যক্রম শুরু
ঢাকা প্রেস নিউজ
ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে সোমবার। এবার শুরু হচ্ছে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কার্যক্রম। আগামী বুধবার থেকে শুরু হয়ে এটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। নির্বাচন কমিশনের সহায়তা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়। এ কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৫ হাজার কর্মী, যারা দেশের মোট জনসংখ্যার ১.৫২ শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছেন।
এছাড়া, ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রমও চলমান রয়েছে। এতে আগামী মার্চের মধ্যে ১৮ লাখের মতো নতুন ভোটার যোগ হতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এবারের হালনাগাদে আরও ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, যা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই শনাক্ত করা সম্ভব।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫