|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৫ ০২:৪৫ অপরাহ্ণ

সাবেক এমপি মোস্তাফিজুরের অবৈধ সম্পদের খোঁজ


সাবেক এমপি মোস্তাফিজুরের অবৈধ সম্পদের খোঁজ


ঢাকা প্রেস নিউজ
 

চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ২৭টি ব্যাংক হিসাবে প্রায় ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উদ্ঘাটিত হয়েছে।
 

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র। জানা গেছে, দুদক প্রধান কার্যালয় থেকে সম্প্রতি পৃথক দুটি মামলা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে মোস্তাফিজুর রহমান চৌধুরী উভয় মামলায় আসামি হিসেবে আছেন। শিগগিরই দুদকের পক্ষ থেকে এসব মামলার আনুষ্ঠানিক দায়ের করা হবে।
 

দুদক সূত্রে আরও জানা যায়, মোস্তাফিজুর রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮১ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্জন করেছেন এবং এর উৎস গোপন করার চেষ্টা করেছেন। এ ছাড়া তার নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
 

অন্যদিকে, তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী, যিনি একজন গৃহিণী, নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করতে ছয়টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা লেনদেন করেন। এ সময় তিনি অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস গোপন করতে মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত হন।
 

স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থের বৈধ উৎস না থাকা সত্ত্বেও, শাহীন আক্তার চৌধুরী নিজের নামে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। ফলে তাকে প্রধান আসামি এবং মোস্তাফিজুর রহমান চৌধুরীকে সহযোগী আসামি হিসেবে অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

অনুমোদিত মামলায় তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতায় অভিযোগ আনা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫