অপহরণের পর মুক্ত চবির ৫ শিক্ষার্থী

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি:-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক বিবৃতির মাধ্যমে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে।
পিসিপির চবি শাখার তথ্য ও প্রচার সম্পাদক রিবেক চাকমার দেওয়া বিবৃতিতে জানানো হয়, সংগঠনের সদস্য রিশন চাকমা এবং তার চার বন্ধু—চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো—ধাপে ধাপে মুক্তি পেয়েছেন।
১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে বর্ষবরণের বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে ওই পাঁচজনকে অপহরণ করা হয়। তাদের সঙ্গে থাকা গাড়িচালককে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েলও শিক্ষার্থীদের মুক্তির তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পিসিপির একাংশ ইউপিডিএফকে দায়ী করলেও প্রসীত খিসা নেতৃত্বাধীন অংশটি তা অস্বীকার করে আসছিল।
পিসিপির বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। জনগণের ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়ে অপহরণকারীরা অবশেষে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।
মুক্তি পাওয়া শিক্ষার্থীদের পক্ষে পিসিপি চবির শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫