গাজীপুর ও ঢাকা রয়েলস ইউসি এপেক্স ক্লাবের স্কুলিং অনুষ্ঠিত।

ঢাকা প্রেস নিউজ
এপেক্স বাংলাদেশের দুটি ক্লাব এর স্কুলিং অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন সন্ধ্যায় উত্তরার বিখ্যাত স্ন্যাক্সি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম সুমন সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মিলন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইআরডি মেহেদী হাসান ও ডিস্ট্রিক্ট টু গভর্নর মোস্তফা আল ইসলাম আতিক ,
অনুষ্ঠানের দেশ বরেণ্য ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন মিশু, ডাক্তার মজিবুর রহমান ও ন্যাশনাল সেক্রেটারি হাবিবুর রহমান চৌধুরী ।
স্কুলিং ট্রেনিং বক্তব্যে মোশারফ হোসেন মিশু বলেন, আমরা ক’জন বুকে হাত দিয়ে বলতে পারবো দিনে কয়টা ভাল কাজ করেছি? কেউ বলতে পারবো না। আমি নিজেই জানি কয়টা ভাল কাজ করি। আমরা পড়ালেখা করে মানুষ হই। কিন্তু যদি মানুষের মত মানুষ হতে হলে নৈতিক শিক্ষা প্রত্যেকের দরকার। তাহলেই আমরা সুনাগরিক হতে পারবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ঢাকা রয়েলস ইউসি প্রেসিডেন্ট কে এম টিপু সুলতানসহ, গাজীপুর ও ঢাকা রয়েলস ক্লাবের সকল সম্মানিত সদস্য অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫