টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে আফগানিস্তান

টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। রাতে শিশিরের কথা ভেবে আগে বোলিং করার কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে আফগানিস্তান। আজও তারা সেরকমই কিছু চাইবে।
অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই জিতে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। তবে তাদের জন্য চিন্তার বিষয়, আবার ছিটকে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় আজ একাদশে ঢুকেছেন উইল ইয়াং। একই একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫