|
প্রিন্টের সময়কালঃ ১৩ নভেম্বর ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ণ

নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: ড. মুহাম্মদ ইউনূস


নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: ড. মুহাম্মদ ইউনূস


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে।
 

বুধবার (১২ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।


ভোটের পাশাপাশি তিনি প্রতিনিধি দলকে দেশব্যাপী সংস্কার প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।

 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গাদের কার্যকর সমাধান হলো তাদের নিজ দেশে ফিরে যাওয়া।”


প্রতিনিধিদলের নেতা সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫