স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে ‘যে পরিকল্পনার’ কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলে কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্য কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
আজ রবিবার দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া এবং স্বাস্থ্য সেবা বৃদ্ধি সংক্রান্ত বিষয়াদি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে সবার সঙ্গে বসে পরিকল্পনা করা হবে। মন্ত্রীর দরজায় প্রটোকল লাগবে না। সবার জন্য উন্মুক্ত থাকবে।’
তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কোনো সমস্যায় পড়লে ফোন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমস্যায় পড়লে আমি তাই করব।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫