|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৫:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সীতাকুণ্ডে ষ্টীল মিল অপহরণ ও ট্রাক ছিনতাই, এলাকায় উত্তেজনা


চট্টগ্রাম সীতাকুণ্ডে ষ্টীল মিল অপহরণ ও ট্রাক ছিনতাই, এলাকায় উত্তেজনা


সীতাকুণ্ড প্রতিনিধিঃ


 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় এক ষ্টীল মিলের স্ক্যাপ ডাস্ট ডেলিভারী নিতে গিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আরী সাহেদের অভিযোগ, একই এলাকার বিএনপি অঙ্গসংগঠনের যুবদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা ব্যবসায়ী কামরুল হাসানকে অপহরণ করেছে।
 

শুক্রবার সকালে শীতলপুরের আবুল খায়ের ষ্টীল মিল থেকে ডাস্ট ডেলিভারী নিতে যান কামরুল হাসান। সোনাইছড়ি ইউনিয়নের নুর উদ্দিন, ওসমান শহর আলী, আব্দুল মোমিন মিন্টু, মোঃ আলী, মোঃ আলাউদ্দিন, মোঃ তোষার, হারুনুর রসিদ টিটু, মোঃ সোহেল মিয়া সহ প্রায় ১০–১২ জনের একটি দল তাঁকে মিলের ক্যান্টিন থেকে অপহরণ করে।
 

পুলিশের সহায়তায় বারআউলিয়া এলাকা থেকে কামরুলকে উদ্ধার করা হলেও, ছিনতাইকৃত মালবোঝাই ট্রাক এখনও উদ্ধার করা যায়নি।
 

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কোব্বাত আলী সাহেদ বলেন, “অপহরণকারীরা আমাদের কাছে প্রতি টনের ডাস্টের জন্য চাঁদা দাবি করেছিল। আমরা কোম্পানির নিয়ম মাফিক ক্রয় করায় কেন চাঁদা দেবো? তাদের এই দাবির কারণে মাল ডেলিভারী নিতে বাধা দেওয়া হয় এবং আমাদের কর্মীদের মিল গেটে মারধর করা হয়।”
 

স্হানীয় পুলিশ কর্মকর্তা এসআই মোঃ ইদ্রিস জানান, “অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকসহ মালামাল কোথায় নেওয়া হয়েছে, তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।”
 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫