|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ণ

রাজনৈতিক অঙ্গন পরিষ্কার করতে ও টাকার খেলা বন্ধ করার আহ্বান: বদিউল আলম


রাজনৈতিক অঙ্গন পরিষ্কার করতে ও টাকার খেলা বন্ধ করার আহ্বান: বদিউল আলম


নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনা না গেলে আবারও স্বৈরাচারের পদ্ধতি ফিরে আসতে পারে। তিনি জানান, সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।
 

শনিবার (১ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
 

এসময় সুজন সংগঠনকে বিদেশি তহবিল গ্রহণের অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, "সুজন কোনো বিদেশি তহবিল গ্রহণ করেনি। এটি ব্যক্তিদের সহায়তায় পরিচালিত হয় এবং এটি কোনো নিবন্ধিত সংগঠন নয়, তাই বিদেশি তহবিল গ্রহণের সুযোগ নেই।"
 

বদিউল আলম মজুমদার আরও বলেন, "যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন, সেই পদ্ধতির সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও সুন্দর করতে হলে রাজনৈতিক অঙ্গন পরিষ্কার করতে হবে।" তিনি বলেন, "রাজনৈতিক অঙ্গনকে পরিষ্কার করতে, টাকার খেলা বন্ধ করতে হবে এবং এসব ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। যদি এসব জায়গায় পরিবর্তন না আনা যায়, তাহলে আবারও স্বৈরাচারী পদ্ধতি আসবে।"
 

তিনি আরও যোগ করেন, "রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। এসব সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য এসব সংস্কার বাস্তবায়ন করা জরুরি।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫