|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

আজ ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে: কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ


আজ  ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে: কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ


ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে আগামীকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা থেকে পরদিন রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করা হবে। ফলে, এই সময়কালে কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার স্টেশন থেকে সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ ধীরগতি হতে পারে অথবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সুষ্ঠু সেবা পুনরুদ্ধারে তৎপর রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫