বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
 
                    সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 

 
এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর এস. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।
 
ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, ডেন্টাল, জেনারেল সার্জারি, মেডিসিন ও নারী স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
 

 
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ডা. মো. শামসুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সিনিয়র সাধারণ সম্পাদক আবু কাফি জন্নন এবং কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
 
এছাড়া শ্রীরামপুর এস. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বহু মানুষ ক্যাম্পে অংশ নেন ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
