|
প্রিন্টের সময়কালঃ ২৩ জুলাই ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৬:৩১ অপরাহ্ণ

অর্থ সাহায্যের পোস্ট সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে


অর্থ সাহায্যের পোস্ট সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ চেয়ে দেওয়া একটি পোস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ (Chief Adviser GOB) থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
 

মঙ্গলবার দুপুরে ওই পেজে একটি পোস্টে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’-এর ব্যাংক হিসাব নম্বরে অর্থ জমা দিতে পারেন। সেখানে সোনালী ব্যাংক লিমিটেডের করপোরেট শাখার একটি হিসাব নম্বরও উল্লেখ করা হয়, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে খোলা।
 

পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে একই বার্তার একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়।
 

তবে পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই তা শেয়ার ও স্ক্রিনশট করে নিজেদের টাইমলাইনে প্রকাশ করেন। কেউ কেউ এভাবে অর্থ সাহায্য চাওয়ার বিষয়টি সমালোচনাও করেন। এ প্রতিক্রিয়ার পরই পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫