হিযবুত তাহরীরের মিছিল থেকে বেশ কয়েকজন আটক

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মোট কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে কর্মসূচি শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে নাসির নামে একজনসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আটক নাসির যাত্রাবাড়ী এলাকা থেকে মিছিলে যোগ দিয়েছিলেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্বশীল কর্মকর্তার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্রে জানা যায়, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তির প্রেক্ষাপটে হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দেয়। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগানে মিছিল শুরু করেন।
আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলে মিছিলকারীরা এগিয়ে যেতে থাকে। পল্টন মোড়ে পুলিশ ব্যারিকেড দিলেও তা অতিক্রম করে তারা বিজয়নগর পানির পাম্প মোড় ঘুরে আবার পল্টনের দিকে এগোতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এরপরও মিছিলটি পল্টন ময়দানে পৌঁছালে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫