|
প্রিন্টের সময়কালঃ ১৩ নভেম্বর ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ

হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
 

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।
 

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, আসামিরা জামিনের শর্ত না মানায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
 

আদালতের প্রসেস সার্ভার রিপন মিয়া বলেন, নিয়মিত হাজিরা না দেওয়ায় বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।
 

নথি অনুযায়ী, গত ২১ জুন মীমাংসার নাম করে হাতিরঝিল এলাকায় এক বাসায় বাদী রিয়া মনির পরিবারকে ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন তাদের ওপর গালাগাল এবং হামলা চালায়। এই সময় রিয়ার শরীরে আঘাত লাগে এবং তার গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়।
 

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন। হিরো আলম পরে জামিন পান, তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫