|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ

দু-এক দিনের মধ্যে আরও ৯ সচিব পদায়ন: জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব


দু-এক দিনের মধ্যে আরও ৯ সচিব পদায়ন: জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব


ঢাকা প্রেস নিউজ

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে ৯ জন নতুন সচিবকে শূন্য পদে পদায়ন করা হবে। এই পদায়ন হবে সচিবহীন মন্ত্রণালয় ও বিভাগগুলোতে।
 

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
 

মোখলেস উর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিব পদে নিয়োগের জন্য ১২ জনের নির্বাচন করা হয়েছে। তারা সকলেই যোগ্য এবং কোনো চুক্তিভিত্তিক নিয়োগ নয়; চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চারজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
 

বর্তমানে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ সচিবহীন রয়েছে, যেমন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
 

এছাড়া, মোখলেস উর রহমান আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ওএসডি করা হয়েছে এবং কিছুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা অর্থনৈতিক অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, সেগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।’
 

তিনি আরো জানান, ‘এই বিষয়ে পুরো তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন আসলে তা বিবেচনা করা হবে। সব সিদ্ধান্ত নিয়মনীতির মাধ্যমে নেওয়া হবে এবং কোনো পক্ষপাতিত্ব ছাড়াই। কর্মকর্তাদের স্বার্থরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫