রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-
কক্সবাজারের উখিয়ায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুর (২৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজাপালং ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নুর ওই ব্লকের বাসিন্দা আবু সৈয়দের ছেলে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফেরার পথে নুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত রমজানেও নুরকে কুপিয়ে আহত করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫