জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে সুচরিতা-নাঈমের যোগদান

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ এর জুরি বোর্ডে ঢালিউডের প্রবীণ অভিনেতা নাঈম ও অভিনেত্রী সুচরিতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই জনপ্রিয় তারকার পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, এবং অভিনেতা খাজা নাঈম মুরাদকেও জুরি বোর্ডে যুক্ত করা হয়েছে।
গত ৪ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মূল্যায়ন করে পুরস্কারের জন্য সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই জুরি বোর্ডকে।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এই জুরি বোর্ড গঠন করা হলেও, ৩ নভেম্বর এতে আরও চারজন সদস্য যুক্ত করা হয়। পুরো জুরি বোর্ডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসির পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সাংবাদিক ওয়াহিদ সুজন এবং চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানও রয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫