গাজীপুরে ব্যাংক কর্মকর্তাদের কুপিয়ে সাত লক্ষাধিক টাকা ছিনতাই

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর শহরের রথখোলা এলাকায় সিনেমার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ কর্মকর্তা ফারজানা নাজনীন সিমু (২৭) এবং দুই আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০) একটি অটোরিকশায় করে কোর্ট বিল্ডিং শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন।
এ সময় ছয়টি মোটরসাইকেলে করে আসা প্রায় ১২ জন দুর্বৃত্ত তাদের পথ আটকে দেয়। অস্ত্রের জোরে তারা অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতিরোধ করায় তারা ফাঁকা গুলি ছুড়ে এবং চারজনকেই কুপিয়ে আহত করে। পরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গাজী শহীদুজ্জামান জানিয়েছেন, ছিনতাইকারীরা প্রায় সাত লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে। গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫