নরসিংদীতে চায়নিজ রাইফেলসহ দুই যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদী মডেল থানা পুলিশ একটি চায়নিজ রাইফেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের সাব্বির হোসেন (২০) এবং ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের আশিক মিয়া (২০)।
গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক স্বীকার করে যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামত জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫