টেকনাফে সাগরে গোসল করতে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ দুই

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মৃত শিশুর পরিচয়:
মৃত শিশুর নাম নুর কামাল (১০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।
নিখোঁজদের পরিচয়:
১. মোহাম্মদ বাবুল (১০), পিতা কোরবান আলী।
২. মনজুরুল ইসলাম (১২), পিতা মো. নজির আহমদ।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার দুপুরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে টেকনাফ বিচ পয়েন্টে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জেলেরা।
ওসি গিয়াস উদ্দিন জানান, মৃত শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫