|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ০২:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৫:১৩ অপরাহ্ণ

মুরাদনগরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও রোপাআমন প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত


মুরাদনগরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও রোপাআমন প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত


ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তিল’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
 


মঙ্গলবার ( ৭ জানুয়ারী) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২মৌসুমে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপাআমন প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে।
 

মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ আইউব মাহমুদ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষি বিদ মোঃ এহতে সাম রাসুল।
 

কুমিল্লা তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প  মোঃ ফারুক হোসাইন, কুমিল্লা কৃষি অধিদপ্তর  উপপরিচালক কৃষি বিদ মোঃ আনোয়ারুল ইসলাম,  মুরাদনগর কৃষি অফিসার নূর আলম, উপসহকারী ল কৃষি কর্মকর্তা শাম মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
 

মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নে ৫ হাজার ৫শত ৪৬ হেক্টর জমিতে তিল চাষ করেছে চাষিরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়। মাঠ দিবস সভার আগে অতিথিবৃন্দ তিল জাত ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫