|
প্রিন্টের সময়কালঃ ১২ মার্চ ২০২৫ ০১:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ

নিউইয়র্ক টাইমসের মামলা ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে


নিউইয়র্ক টাইমসের মামলা ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে


পিরাইট ইস্যুতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। মামলায় দাবি করা হয়েছে, চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিউইয়র্ক টাইমসের কপিরাইট লঙ্ঘন করা হয়েছে।

একই মামলায় ওপেনএআইয়ে বিনিয়োগকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটকেও বিবাদী করা হয়েছে।  মামলায় বলা হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির জন্য এই দুই প্রতিষ্ঠানকে (ওপেনএআই ও মাইক্রোসফট) দায়ী করা উচিত। 
 

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলাটি করে নিউইয়র্ক টাইমস। মামলার নথির তথ্য অনুযায়ী, গত এপ্রিলে নিউইয়র্ক টাইমস তার কপিরাইট বিষয়ে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কাছে একটি আপসরফা চেয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়।

চ্যাটজিপিটিসহ অন্যান্য বৃহৎ ভাষা মডেলগুলো (এলএলএমএস) প্রায়ই অনলাইনে পাওয়া বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে শেখার কাজটি করে থাকে।

মামলায় দাবি করা হয়, চ্যাটজিপিটিকে করিতকর্মা বানাতে নিউইয়র্ক টাইমস প্রকাশিত লাখ লাখ নিবন্ধ সংবাদমাধ্যমটির অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। চ্যাটজিপিটি এখন তথ্যের একটি বিশ্বস্ত উৎস হিসেবে নিউইয়র্ক টাইমসের সঙ্গে প্রতিযোগিতা করছে।


মামলার অভিযোগে বলা হয়, বর্তমান ঘটনাবলি সম্পর্কে জানতে চাইলে চ্যাটজিপিটি কখনো কখনো নিউইয়র্ক টাইমসের নিবন্ধগুলো থেকে ‘শাব্দিক উদ্ধৃতি’ তৈরি করবে। অথচ এই তথ্য বিনা পয়সায় (সাবস্ক্রিপশন) পাঠককে পড়তে দেয় না নিউইয়র্ক টাইমস।

অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি যে কাজ করছে, তার মানে হলো, পাঠকেরা অর্থ প্রদান ছাড়াই নিউইয়র্ক টাইমসের আধেয় পেতে পারেন। এর অর্থ, নিউইয়র্ক টাইমস সাবস্ক্রিপশনের পাশাপাশি বিজ্ঞাপনে পাঠকের ক্লিক থেকে আয় হারাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫