|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ০৪:২৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-
 

সিরাজগঞ্জ শহরে ৩২ গ্রাম হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বাবু শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। অভিযানে তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং ৮ হাজার ৮৫০ টাকা নগদও জব্দ করা হয়।
 

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ শেখের ছেলে।
 

এ বিষয়ে কে এম মাসুদ রানা জানান, পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযানে অংশ নিয়ে বাবুকে ৩২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫