বেক্সিমকো প্রথম জিরো কুপন বন্ড : ইস্যু করবে ১,৫০০ কোটি টাকার বন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দেড় হাজার কোটি টাকার বন্ড ইস্যুর ঘোষণা দিয়েছে। বিদ্যমান ব্যাংকঋণ পরিশোধ ও শ্রীপুরে একটি আবাসন প্রকল্পে বিনিয়োগের জন্য ‘বেক্সিমকো প্রথম জিরো কুপন বন্ড’ নামে এই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
গতকাল রোববার বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় বেক্সিমকো প্রথম জিরো কুপন বন্ড ইস্যু করার বিষয়টি অনুমোদন করে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। জিরো কুপন বন্ড থেকে সংগ্রহ করা অর্থ বিদ্যমান ঋণ পরিশোধের পাশাপাশি শ্রীপুর টাউনশিপ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে করা ‘মায়ানগর’ আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হবে বলে বেক্সিমকোর পক্ষ থেকে জানানো হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর বিষয়টি কার্যকর হবে। ডিএসইতে দেওয়া তথ্য অনুসারে, মেয়াদ শেষে বেক্সিমকো প্রথম জিরো কুপন বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি শেয়ারবাজারে লেনদেনও করা যাবে না। এই বন্ডে সুদ মিলবে বার্ষিক ১৫ শতাংশ হারে।
ডিএসই থেকে পাওয়া তথ্য অনুসারে, আলোচিত মায়ানগর প্রকল্পটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে প্রায় ১০০ একর জায়গায় অবস্থিত। সেখানে একটি সুরক্ষিত ও দেয়ালঘেরা (গেটেড) আবাসন প্রকল্প (টাউনশিপ) তৈরি করা হবে। এই প্রকল্পে ১৮ হাজার অ্যাপার্টমেন্ট থাকবে। এই আবাসন প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন, খেলাধুলাসহ অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা থাকবে।
অন্যদিকে প্রকল্পে প্রায় ৫০ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেসে সার্ভিসড অ্যাপার্টমেন্ট, হোটেল, অফিস, কনভেনশন সেন্টার ও শপিং মল করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মায়ানগর প্রকল্পের মোট জমির ৭৫ শতাংশ বেক্সিমকো লিমিটেড ও ২৫ শতাংশ শ্রীপুর টাউনশিপ লিমিটেডের মালিকানাধীন রয়েছে। জমির এই হিস্যা অনুযায়ী মুনাফা ভাগাভাগি হবে বলে বেক্সিমকো জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫