|
প্রিন্টের সময়কালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৯:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল উদ্ধার


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

 

মনাকষা বিওপির সদস্যরা বুধবার সকালে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের সংবাদ পাওয়ার পর অভিযান পরিচালনা করেন। সকাল ৭টার দিকে টহলদল মোটরসাইকেলযোগে আসা সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যবহার হচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জে এর প্রচলন সাম্প্রতিক সময়ে বেড়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
 

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক। টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫