|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৩ ০৪:৪৮ অপরাহ্ণ

সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর দগ্ধ মায়ের মৃত্যু


সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর দগ্ধ মায়ের মৃত্যু


নারায়ণগঞ্জের মাসদাইর একটি ১০ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুত্রসন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম (২৪) মারা গেছেন। সন্তান জন্মের ১০ দিন পরে মারা গেলেন কুলসুম।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, কুলসুম আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ১০ তলা একটি ভবনের ছয়তলায় থাকতেন কুলসুম। সম্প্রতি ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তার তিন বছরের ছেলে। এরপর দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

১৩ মার্চ বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে কুলসুমের সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের ১০ দিন পরে মা কুলসুম মারা গেলেন। 

গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫