|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৫১ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না: বিদ্যুৎ উপদেষ্টা


অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না: বিদ্যুৎ উপদেষ্টা


সচিবালয়ে মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি।
 

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, “পে কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদ মাত্র ১৫ দিনের মতো। তাই এই সময়ে পে-স্কেল বাস্তবায়নের কোনো পদক্ষেপ হবে না।” তিনি আরও জানান, কমিশনের সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।
 

তিনি বলেন, “পে কমিশনের প্রতিবেদন সরাসরি বাস্তবায়নের জন্য নয়। ধাপে ধাপে বাস্তবায়ন হলে সরকারের ওপর অতিরিক্ত চাপ কমে। হুবহু বাস্তবায়ন হলে ব্যয় প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা হতে পারে।”
 

বিদ্যুৎ উপদেষ্টা আরও স্পষ্ট করেছেন, অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে। যেমন বিদ্যুৎ ও জ্বালানি খাতের মাস্টারপ্ল্যান এবং মাল্টিমডাল ট্রান্সপোর্ট সেক্টরের পরিকল্পনা। তিনি বলেন, “কমিশনের প্রতিবেদন গ্রহণ মানেই সুপারিশ বাস্তবায়ন নয়। তাই সরকারের কোনো পদক্ষেপ মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের সঙ্গে সম্পর্কিত নয়।”
 

এক প্রশ্নের জবাবে তিনি মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব দেখেননি এবং কমিটিতেও তা উপস্থাপিত হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬