|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

বড়াইগ্রামে জোনাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮


বড়াইগ্রামে জোনাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮


সুরুজ আলী-নাটোর প্রতিনিধ:-

 

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দীঘাইর বাজারে গত ১১ ই জুন বিকেলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বলে জানা যায়।

 

প্রত্যক্ষদর্ষীদের বরাতে জানাযায়, গত মঙ্গলবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল   কালাম গ্রুপের চেয়ারম্যানের বড় ছেলে সোহেল রানা পটুর  নেতৃত্বে  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দীঘইর বাজারে জুয়েলের চায়ের দোকানে দেশপাড়া আতঙ্কিতভাবে আরিফ গ্রুপের লোকজনের উপর হামলা চলায়। উক্ত হামলা আহত হন হাবিবুর রহমান পিতা করম আলী রওশন আলী পিতা মৃত জুরান শেখ।, জিয়ারুল কাউসার, প্রবাস থেকে আগমন হাসেম আলীও ছাড় পাইনি তাদের হাত থেকে।, হাসেম আলীর  দুই হাতে কেটে আহত হয়েছে। ঘটনা পরপরই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশবাহিনী যৌথভাবে অভিযান  পরিচালনা করে আহতদের বড়াইগ্রাম সদর হাসপাতালে  চিকিৎসার জন্য প্রেরন করেছেন বলে জানাযায়  । এছাড়া একজনকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বারাতে আরো জানা যায় গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কালাম গ্রুপ তাদের উপর হামলার জন্য চেষ্টা করে এবং এলাকাবাসী তা প্রতিহত করে। প্রবাসী হাসেম আলী জানান আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি এবং আপনাদের মাধ্যমে তাদের যেন আইনের মাধ্যমে বিচার হয়।

 

জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান তারা আমাদের নিকটতম আত্মীয় এটা আমরা পারিবারিকভাবে বসে মীমাংসা করব। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ  হয়েছে। বড়াইগ্রাম থানার ইনচার্জ এর সত্যতা শিকার করেছেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫