|
প্রিন্টের সময়কালঃ ১৩ এপ্রিল ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ০৭:১০ অপরাহ্ণ

কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে গেছেন, নতুন কর্মসূচি ঘোষণা


কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে গেছেন, নতুন কর্মসূচি ঘোষণা


ঢাকা প্রেস নিউজ

কোটা বাতিলের দাবিতে
আন্দোলনকারীরা বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে গেছেন।

 

তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে: শুক্রবার: অনলাইন ও অফলাইনে গণসংযোগ। শনিবার: বিকেল ৩টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল। রোববার: সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট।
 

আন্দোলনকারীরা বলেছেন, আজকের মতো অবরোধ কর্মসূচি শেষ করলেও আগামীতে আরও বেশি শক্তি সঞ্চয় করে রাজপথে নামবেন।
 

তাদের দাবি: ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল তা পুনর্বহাল। পরবর্তীতে সরকার কোটাব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া। সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা। চাকরির নিয়োগের পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার করার সুযোগ বন্ধ করা। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।
 

উল্লেখ্য, ২০১৮ সালে সরকার ৫৬% কোটা বাতিল করে ১০% এ নামিয়ে আনে। কিন্তু পরবর্তীতে আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়। এরপর থেকেই চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫