|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৮:১৬ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস


নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড় হরিপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
 

অভিযানে মোট ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধারকৃত সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 

উল্লেখ্য, দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাছের প্রজননে বাধা সৃষ্টি করে—এমন চায়না দুয়ারী জালের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
 

স্থানীয় সচেতন নাগরিকরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে নদীর জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মৎস্যসম্পদ পাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫