গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশ সোমবার (৪ নভেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এই হামলায় ইশতিয়াকের পেটে গুলি লাগে।
এ ঘটনায় ইশতিয়াক মাহমুদ গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এই মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫