লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু: ঠান্ডাজনিত কারণে স্ট্রোক

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুর সদর: লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানকালে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। রোববার বিকেলে বন্যার কারণে বাড়িঘর প্লাবিত হওয়ায় পরিবারসহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। রাতে বৃষ্টি হওয়ায় ঠান্ডাজনিত কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। পরে ভোরে তিনি মারা যান।
মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাড়িতে পানি থাকায় আমরা আশ্রয় কেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণেই বাবা মারা গেছেন।"
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অনেকেই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫