|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাস্তায় ইলিয়াস কাঞ্চন


ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাস্তায় ইলিয়াস কাঞ্চন


বিনোদন ডেস্ক:-

 

দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার প্রতিবাদে রাজধানীর রাস্তায় নেমেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও বর্ষীয়ান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার সকালে কাকরাইলে নিসচার কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শেষ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে।
 

সমাবেশে ইলিয়াস কাঞ্চন জোরালোভাবে ইসরায়েলের গণহত্যা ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি বলেন, “সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ করছেন।”
 

তিনি মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়েও হতাশা প্রকাশ করেন। ইলিয়াস কাঞ্চন বলেন, “গাজা ও রাফায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের নীরবতা বা শুধু বক্তব্যনির্ভর অবস্থান অত্যন্ত হতাশাজনক। বরং ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধারাবাহিক জনমতই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দিচ্ছে।”
 

এর আগে গত সোমবারও তিনি জাতীয় প্রেস ক্লাব চত্বরে গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘গণশক্তি সভা’র বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে ইসরায়েলি হামলার নিন্দা জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫