|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ

৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট


৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট


ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


রাঙ্গামাটিতে ভারী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় আবারও বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর), হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এর আগে রোববার (১ সেপ্টেম্বর), জলকপাট আড়াই ফুট খোলা থাকলেও হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বর্তমানে হ্রদের পানির স্তর ১০৮.৭৪ মিটার (সমুদ্রপৃষ্ঠ থেকে), যা সর্বোচ্চ স্তরের খুব কাছাকাছি।
 

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, পানি বৃদ্ধির কারণে বাধ্য হয়ে জলকপাট খুলতে হয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
 

উল্লেখ্য, গত ২৫ আগস্টও হ্রদের পানি বৃদ্ধির কারণে বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছিল।
 

এই পানি বৃদ্ধির ফলে হ্রদের আশপাশের নিম্নাঞ্চলের মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫