ঢাকায় জিওপি সভাপতি নুরের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর কতিপয় সেনা সদস্য, পুলিশ, ফ্যাসিস্টের দোসর ও স্বৈরাচার জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদ।
শনিবার ৩০ আগস্ট বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় সর্ব দলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন গন অধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. এড. সাজ্জাদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম আকাশ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. শিমুল মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক মোঃ মুকুল মিয়াসহ অনান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের মধ্যে এখনো ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরি করছে। এই ফ্যাসিস্টদের এখনই প্রতিহত করতে হবে। অবিলম্বে সাবেক ভিপি নুরুল ইসলাম নুরের উপর হামলাকারীদের দ্রূত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫