লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান: ১২ জন গ্রেফতার, ২০টি মোবাইল জব্দ

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে সাইবার জালিয়াতিতে ব্যবহৃত ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার গভীর রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনলাইনে আর্থিক প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. নাজমুল হোসাইন (২৪), পিতা আলতাফ হোসেন;
এমডি ওবায়দুর আলী (২৪), পিতা শাহজাহান আলী;
মো. এখলাছ মন্ডল (২৩), পিতা আজগর মন্ডল;
মো. রাজু আহমেদ (২২), পিতা তসলিম আলী;
মো. মারুফ হোসেন (২৩), পিতা আ. মালেক;
মো. আরিফুল ইসলাম (৩০), পিতা মোসাব্বর হোসেন;
মো. রাসেল আহমেদ (২০), পিতা ফজলুর রহমান;
মো. রুবেল সরদার (২৫), পিতা জটু সরদার;
মো. সোহাগ আলী (২৮), পিতা বাবলু সরকার;
মো. মুন আহমেদ (১৭), পিতা শরিফুল ইসলাম;
টুটুল আলী (১৬), পিতা নাজির প্রামাণিক;
ও মো. আহমেদ আলী সাব্বির (১৭), পিতা জামুরল খানদার।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অনলাইন প্রতারণা দমনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫