৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি জানান, নির্ধারিত সময়সীমার শুরুতে এক-দুদিন পর বা শেষের দিকে এক-দুদিন আগে—অর্থাৎ ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যবর্তী কোনো দিনেই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার হওয়ায় সম্ভাব্য তারিখ হিসেবে ওই সপ্তাহের মঙ্গলবারকে বেশি উপযোগী বলে ইঙ্গিত দেন তিনি।
এ ছাড়া, আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভায় ভোটসংক্রান্ত তফসিল নিয়ে আলোচনা হবে। সেখানে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দু-তিন দিনের ব্যবধানে অথবা ১১ ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে।
গণভোট ও সংসদ নির্বাচন একদিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর চিন্তা করছে নির্বাচন কমিশন। বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নতুন প্রস্তাব অনুযায়ী ভোট শুরুর সময় সকাল সাড়ে ৭টা এবং শেষ সময় বিকেল সাড়ে ৪টা করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫