|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৯:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ

ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে জারি সতর্কতা


ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে জারি সতর্কতা


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি অবতরণের আগে এই হুমকির বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

 

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমানে থাকা একজন বা একাধিক ব্যক্তি বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটিকে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে ফেলে।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম জানান, ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুসহ নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
 

তিনি আরও জানান, বিমানটিতে আসলেই কোনো বোমা আছে কি না, তা নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে বিমানটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

 

ফ্লাইটটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা শুরু করে।
 

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলা করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫