সাভারের বাইপাইল এলাকায় স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত
নরসিংদীর মাধবদীতে গত ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। এটি অল্পমাত্রার হওয়ায় "মাইনর ভূমিকম্প" হিসেবে ধরা হয়েছে। কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন, কম্পনের মাত্রা স্বল্প হলেও স্থানীয়রা তা টের পেয়েছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানী ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে একটি শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্পে মধ্যাঞ্চল কেঁপে উঠেছিল। সেই ভয়াবহ ঝাঁকুনিতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু ঘটে। ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ছয় শতাধিক মানুষ আহত হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫