|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৫:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ

নরসিংদীর বেলাবতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


নরসিংদীর বেলাবতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (বয়স আনুমানিক ৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে স্থানীয় বিএম কলেজের পাশে একটি জালা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
 

এর আগে একই উপজেলায় গত ১৯ জানুয়ারি স্কুলছাত্র অনয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরই মধ্যে আবারও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

পুলিশ জানায়, সকালে এলাকার লোকজন চলাচল করার সময় বিএম কলেজের পাশে জালা খেতে একটি মানুষের মতো কিছু পড়ে থাকতে দেখে। তারা কাছে গিয়ে দেখতে পায় একজন পুরুষের মরদেহ। খবর পেয়ে আশপাশের শত শত মানুষ সেখানে ভিড় করে। পরে পুলিশে খবর দেওয়া হলে, সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

ওসি মীর মাহাবুবুর রহমান জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং স্থানীয়রা মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাকে হত্যা করে মরদেহ জালা খেতে ফেলে রেখে চলে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫