|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুলাই ২০২৫ ০২:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০১:২৮ অপরাহ্ণ

নওগাঁয় আইনগত সহায়তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নওগাঁয় আইনগত সহায়তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঢাকা প্রেস-নিজস্ব প্রতিনিধি:-

 

নওগাঁ জেলা আইনগত সহায়তা কমিটি, জেলা আইনজীবী সমিতি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট এম.এইচ.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি, এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, নওগাঁ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আরিফুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ।

এছাড়াও বক্তব্য রাখেন—
শওকত ইলিয়াস কবির, সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন;
আবু জাইদ মো. রফিকুল আলম (পিপি);
মো. সরওয়ার জানান, সহকারী কৌশুলী (জিপি);
সৈয়দ তাজুল ইসলাম, এপিপি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালত, নওগাঁ,
এ্যাডভোকেট লাকি চৌধুরীসহ আরও অনেকে।

সভা সঞ্চালনা করেন মো. নুরুজ্জামান বুলবুল, প্রজেক্ট অফিসার, ভয়েস ফর চেইঞ্জ প্রকল্প, খান ফাউন্ডেশন, নওগাঁ।

সভায় আরও উপস্থিত ছিলেন—
এস.এম. শহিদুল আলম, নির্বাহী পরিচালক, আপোস, বোয়ালিয়া, নওগাঁ;আসাদুজ্জামান লিয়ন, জেলা প্রকল্প কর্মকর্তা, ভয়েস ফর চেইঞ্জ প্রকল্প;আরিফা খাতুন, প্রজেক্ট অফিসার;শাহীনা লাইজু, জেলা প্রকল্প কর্মকর্তা, নাটোর—সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংগঠকরা।

সভায় বক্তারা বলেন, “আইনগত সহায়তা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা যা প্রান্তিক ও অসহায় মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে।”

অনুষ্ঠানে আইনি সহায়তার বর্তমান অবস্থা, বাস্তবায়নে চ্যালেঞ্জ, এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। সভাটি বাস্তবায়ন করে খান ফাউন্ডেশন, আর সহযোগিতায় ছিল আপোস, নওগাঁ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫