ফলাফল জানার মাধ্যম:
পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে <code>SSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫</code> লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফল প্রকাশের প্রস্তুতি:
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ‘ফল প্রস্তুতির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারিগরি যাচাই-বাছাইও শেষ। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল প্রকাশ করা হবে।’
তবে এবার কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকার মাধ্যমে ফল পাওয়া যাবে না।
সংবাদ সম্মেলন ও পুনর্নিরীক্ষণের সময়সূচি:
ফল প্রকাশ উপলক্ষে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংবাদ সম্মেলন করবে। সেখানে ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষা করতে চায়, তারা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল ২০২৫ থেকে।