ওয়েব সিরিজে নাম লেখালেন বলিউডে অভিনেত্রী জ্যাকলিন

সুজয় ঘোষের ‘আলাদিন’ (২০০৯) দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল লঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের। পথচলার দেড় দশকে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। হয়েছেন সফলও। তবে এই প্রথম নাম লেখালেন ওয়েব সিরিজে।‘ গোটস’ নামের সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এতে জ্যাকলিনের সঙ্গে আছেন নীল নিতিন মুকেশ। এই সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে নীলেরও। জানা গেছে, এরই মধ্যে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে।
সিরিজের প্যাকআপের আনন্দে পার্টিও দিয়েছেন সংশ্লিষ্টরা। পার্টির একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করে নীল লিখেছেন, “কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। এটি আমার জীবনের অন্যতম সেরা রাত ছিল। আমার প্রথম ওয়েব সিরিজ ‘গোটস’-এর শুটিং শেষের উদযাপন।” সিরিজে জ্যাকলিন ও নীলের সঙ্গে আরো আছেন সুমেধ মুড়গলকর, আনুশা মনি, সান্তনা রোচ প্রমুখ। তবে সিরিজটি কোন প্ল্যাটফরমে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫