|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৪ ০২:৫৩ অপরাহ্ণ

নিখোঁজের ১০ দিন পর খালে মিলল মরদেহ


নিখোঁজের ১০ দিন পর খালে মিলল মরদেহ


ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ওয়াপদা খাল থেকে মো. খোকন হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের বেদেপল্লীর পলোয়ানপুল এলাকার বাসিন্দা।
 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খোকন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের সরদার বাড়ির আবদুল ওহাবের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. খোকন তিনটি বিয়ে করেছিলেন। তিনি তার ছোট স্ত্রীর সঙ্গে আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খালপাড় এলাকায় বসবাস করতেন। গত ১০ নভেম্বর তার স্ত্রী বেগমগঞ্জ থানায় স্বামী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 

বুধবার রাত ১টার দিকে এক জেলে মাছ ধরতে গিয়ে খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে ভোররাতে ঘটনাস্থলে এসে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

 

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার আলম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি পঁচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫