নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর এলাকায় সুমন খলিফা (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি স্থানীয়দের খবরের ভিত্তিতে উদ্ধার করা হয়।
নিহত সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন বাউলশিল্পী। তিনি বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার মেয়ে হলেও বর্তমানে সদর উপজেলার সাইনবোর্ড এলাকার মৌচাক এলাকায় বসবাস করতেন।
সোনিয়া জানান, রবিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে সঙ্গীত পরিবেশনের উদ্দেশ্যে যান। তার সঙ্গে স্বামী সুমনও ছিলেন। তিনি আরও জানান, “গান পরিবেশন চলাকালে সুমন বাইরে বের হন। এরপর আর তাকে পাওয়া যায়নি। সকালে তার লাশ উদ্ধারের খবর পাই।”
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, “নরসিংপুর এলাকার রাস্তার পাশ থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫