|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:১০ অপরাহ্ণ

সেপ্টেম্বর মাসজুড়ে ঢাকায় সাতটি কনসার্ট কবে এবং কোথায়


সেপ্টেম্বর মাসজুড়ে ঢাকায় সাতটি কনসার্ট কবে এবং কোথায়


সেপ্টেম্বর মাসজুড়ে ঢাকায় জেমস, অর্থহীন, ওয়ারফেজ, অঞ্জন দত্তের কনসার্টসহ সাতটি কনসার্ট রয়েছে। সূচি ধরে পছন্দের কনসার্টটি উপভোগ করতে পারেন।

চার্জ আপ বাংলাদেশ কনসার্ট
দিনক্ষণ: ৮ সেপ্টেম্বর
ভেন্যু: কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ
ব্যান্ড: শিরোনামহীন, মরুভূমি, দ্য লং রোড, ম্যানবটস

রক অ্যান্ড রান
দিনক্ষণ: ৯ সেপ্টেম্বর
ভেন্যু: আলোকি, তেজগাঁও
শিল্পী: জন কবির, রাফা, সুনিধি, তাশফি, সোনিকা


দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা
দিনক্ষণ: ১৪ সেপ্টেম্বর
ভেন্যু: নবরাত্রি হল, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)
শিল্পী: দর্শন রাওয়াল

দ্য স্কুল অব রক-ভলিউম ১
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
ভেন্যু: নবরাত্রি হল, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)
ব্যান্ড: জেমস, ওয়ারফেজ, অ্যাভয়েডরাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভ্যাল, আফটার ম্যাথ, প্লাজমিক নক ও এ কে রাহুল।

দ্য আলটিমেট রক ফেস্ট
দিনক্ষণ: ২২ সেপ্টেম্বর
ভেন্যু: নবরাত্রি হল, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)
ব্যান্ড: অর্থহীন, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, অ্যাভয়েডরাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইস।


কোরিয়ান মিউজিক লাইভ কনসার্ট
দিনক্ষণ: ২৩ সেপ্টেম্বর
ভেন্যু: বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ব্যান্ড: ই-সাং

অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস
দিনক্ষণ: ৩০ সেপ্টেম্বর
ভেন্যু: আলোকি, তেজগাঁও
শিল্পী: অঞ্জন দত্ত ও আহমেদ হাসান সানি


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫