|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ণ

ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ


ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ


ঢাকা প্রেস নিউজ

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেক এবং তার ছেলে রাহাত মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ রবিবার, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জাহিদ মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তদন্তের স্বার্থে পূর্ণাঙ্গ আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
 

এছাড়া, তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। একইভাবে, তার আয় ও সম্পদের তদন্ত নিশ্চিত করতে তারও আয়কর নথি জব্দের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫