প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১৪ মার্চ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের পরীক্ষার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আজ বুধবার (১৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবর রহমান তুহিন এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা। জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি এই তিন বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২২ জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ২০ হাজার ৬৪৭ জন। তিনিটি ধাপে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। লিখত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগের সুপরিশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ৯ হাজার ৩৩৭ জন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫